ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কূটনৈতিক চ্যানেলে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
কূটনৈতিক চ্যানেলে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা হবে

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বুধবার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বিদেশে পলাতক খুনিদের অবস্থান আমরা এরই মধ্যে শনাক্ত (লোকেশন আইডেন্টিফাই) করেছি।

কূটনৈতিক চ্যানেলের (উপায়ে) মাধ্যমেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।  

অবশ্য এরই মধ্যে বেশিরভাগ খুনিকে আইনের মুখোমুখি করে আদালতের মাধ্যমে রায় কার্যকর করা হয়েছে বলেও জানান আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
আরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।