ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে পাচারকালে শিশু ও নারীসহ উদ্ধার ৮

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বেনাপোল (যশোর): অবৈধভাবে ভারতে পাচারের সময় শনিবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশু ও নারীসহ আটজনকে উদ্ধার করেছে বিডিআর।

পুটখালি বিডিআর ফাঁড়ির নায়েব সুবেদার এমদাদ হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, স্থানীয় একটি দালালচক্র অর্থের বিনিময়ে বেশ কিছু নারী, শিশু ও পুরুষকে ভারতে পাচার করছে এ ধরনের সংবাদ পেয়ে পুটখালী সীমান্তে অভিযান শুরু হয়।

এসময় আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, ছবি রানি (৪০), পূর্ণিমা কির্তনিয়া (২৫),  চম্পা রানি (১৬), অধির মণ্ডল (৫২), বিমল বকসি (৪২), শিবু মণ্ডল (৩৫), আরব আলী (৩০) ও শিশু রুনা।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মো. শাহাদৎ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পুটখালি বিডিআর সদস্যরা এক শিশুসহ আটজনকে উদ্ধার করে থানায় জমা দিয়েছে। দালালের মাধ্যমে তাদের অবৈধ পথে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।