ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইডেন ছাত্রী লাঞ্ছনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
ইডেন ছাত্রী লাঞ্ছনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ইডেন মহিলা কলেজের দুই ছাত্রী লাঞ্ছিতের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পিকুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

সোমবার (০৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর চকবাজার মডেল থানায়  ভুক্তভোগী দুই ছাত্রী বাদী হয়ে এ মামলা করেন।  

বিষয়টি নিশ্চিত করে চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) শামীম অর রশিদ তালুকদার বাংলানিউজকে বলেন, রোববার ওই দুই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী দুই ছাত্রী।

আজ (সোমবার) তারা বাদী (নম্বর ১০)হয়ে একটি মামলা করেছেন।  

এদিকে এ ঘটনায় গত রোববার তাৎক্ষণিকভাবে পিকুলকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।