ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানের রোববার সন্ধ্যার হজ ফ্লাইটও স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
বিমানের রোববার সন্ধ্যার হজ ফ্লাইটও স্থগিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন করে রোববার (০৬) সন্ধ্যার হজ ফ্লাইটটিও (নম্বর-বিজি ৫০৪৫) স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে যাত্রী না থাকার অজুহাতে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের ১২টি হজ ফ্লাইট বাতিল ও দু’টি স্থগিত করা হয়েছে।

রোববার দুপুরে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, রোববার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

কিন্তু তা আজ (রোববার) যাচ্ছে না।  এ ফ্লাইটটি আগামী ৯ আগস্ট ভোর ৫ টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।  

রোববার বিমানের চারটি হজ ফ্লাইট রয়েছে। এরমধ্যে একটি স্থগিত করা হয়েছে। বাকি তিনটির দুইটি ঢাকা ছেড়েছে। আর একটি ফ্লাইট রাত ৮ টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
ইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।