ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ২

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৫ আগস্ট) রাতে সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আমেরিকান নাইন এমএম পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি।

র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম বিষয়টি বাংলানিউজকে জানান।

আটকরা হলেন- কয় গোলাহাট মহল্লার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সরকার সোহাগ (৩২) ও ফকিরপাড়া মহল্লার মৃত সমশের আলীর ছেলে সাইফুল ইসলাম জয় (৩৫)।

র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্প স‍ূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   এসময় আমেরিকান নাইন এমএম পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ডগুলি উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।