ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে পেয়ারা গাছের চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে পেয়ারা গাছের চারা বিতরণ মাদ্রাসা চত্বরে পেয়ারা গাছের চারা রোপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: দেশজুড়ে পেয়ারার সুনাম ছড়িয়ে পড়ায় জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে পেয়ারা গাছের চারা বিতরণ করেছে জেলা প্রশাসন।

শনিবার (০৫ আগস্ট) দুপুরে জেলার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ২’শ শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন ও মাদ্রাসা অধ্যক্ষ মু. আবদুর রশীদ উপস্থিত ছিলেন।

প্রতিটি ঘরের আঙিনায় কমপক্ষে একটি করে পেয়ারা গাছের চারা রোপনের পরামর্শ নিয়ে জেলা প্রশাসক হামিদুল বলেন, দেশজুড়ে পেয়ারার সুনাম ছড়িয়ে পড়ায় জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ করা হচ্ছে।

পরে মাদ্রাসা চত্বরে পেয়ারা গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।

বাংলা‌দেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।