ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারাদেশে ৬-১১ মাস বয়সী ২ কোটিরও বেশি শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হয়। বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

বগুড়া: বগুড়ায় একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়।


 
সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া পৌরসভা কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বরিশাল: বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসির প্রধান নির্বাহী মো. ওহেদুজ্জামান।

সকাল সোয়া ৯টার দিকে শহরের দক্ষিণ আলেকান্দার জুমির খান সড়কের বরিশাল সিটি করপোরেশনের আখতার আমজাদ নগর স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলার প্রায় পৌনে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

সকালে শহরের পৌরসভার সামনে শিশুদের ক্যাপসুল খাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

নীলফামারী: নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সকালে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সকালে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ১ হাজার ৯৪৯টি কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ২৫ হাজার শিশুকে নীল ও লাল ক্যাপসুল খাওয়ানো হয়।

সকালে কুড়িগ্রাম সদরের পলাশ বাড়ি কমিউনিটি ক্লিনিকে দু’টি শিশুকে ক্যাপসুল খাইয়ে এর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

নাটোর: ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নাটোর জেলায় ২ লাখ ৬৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে সদর হাসপাতাল চত্বরে জেলা প্রশাসক (ডিসি) শাহিনা খাতুন শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পাবনা: ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

সকালে পাবনা পৌরসভায় এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) কাজী আতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।