ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে অপহরণের ৪ দিন পর কলেজছাত্রী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
ঝালকাঠিতে অপহরণের ৪ দিন পর কলেজছাত্রী উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠিতে অপহরণের চার দিন পর অপহৃত কলেজছাত্রীকে বরগুনা জেলার বামনা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৫ আগস্ট) সকালে বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী জাকির হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়।

জাকির হোসেন চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলীর ছেলে।

ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাংলানিউজকে জানান, ওই কলেজ শিক্ষার্থী সদর উপজেলার পশ্চিম ভাওতিতা গ্রামের বাসিন্দা ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

গত মঙ্গলবার (০১ আগস্ট) সকালে কলেজে যাওয়ার পথে জাকির হোসেন তাকে অপহরণ করে। ওইদিনই অপহৃতার বাবা বাদী হয়ে ঝালকাঠি থানায় অপহরণ মামলা দায়ের করেন। এর চারদিন পর অপহরণকারী জাকির হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার কর‍া হয়।

বিকেলে আদালতের মাধ্যমে অপহরণকারী জাকির হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও ‍জানান এসআই মজিবব রহমান।

বাংলা‌দেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ