ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিজিবির সিওকে প্রত্যাহারের দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
বিজিবির সিওকে প্রত্যাহারের দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ আজিজুল হকের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন

খুলনা: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বেনাপোলের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে ডেকে নিয়ে নির্যাতনকারী বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফকে প্রত্যাহারে জোর দাবি তুলেছেন সাংবাদিক নেতারা। এই দাবিতে একাত্ম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাধিক সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সাধারণ মানুষও দাবি তুলছেন সাংবাদিক নির্যাতনে জড়িত কর্মকর্তার বিচার।

** বিজিবি’র সিওকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
**‘বিজিবির কাজ সাংবাদিক পেটানো নয়’

শুক্রবার (৪ আগস্ট) আজিজুলকে নির্যাতনের খবর ছড়ানোর পর থেকেই ক্ষুব্ধ সাংবাদিকরা বিবৃতি দিতে থাকেন। বিবৃতি দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদসহ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টুইটারে সোচ্চার হন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে।

এই প্রতিবাদের ধারাবাহিকতায়ই শনিবার (০৫ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বৃহত্তর খুলনার সাংবাদিকরা। সেখানে দেওয়া বক্তৃতায় সাংবাদিক নেতারা নির্যাতনকারী বিজিবির সিওকে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যস্থা করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।  

সাংবাদিক নেতারা বিজিবি’র সিও’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেন।  একইসঙ্গে তার অগাধ সম্পত্তির উৎস অনুসন্ধানে দুদকের প্রতিও আহ্বান জানান।  

খুলনায় মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকদের একাংশমানববন্ধনে ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মল্লিক সুধাংশু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, মো. সাহেব আলী, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু, এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব, জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খোদা, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়্যারম্যান শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।

বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন  আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক অনির্বাণের সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, এসএ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান সুনীল কুমার দাস, একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মহেন্দ্রনাথ সেন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, চ্যানেল নাইনের খুলনা ব্যুরো প্রধান ইয়াসিন আরাফাত রুমী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি দেবব্রত রায়, অ্যাসোসিয়েশনের নেতা মো. জাহিদুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ ও আবদুল জলিল, দৈনিক অনির্বাণের সহকারী সম্পাদক মাসুম বিল্লাহ, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন, সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম নূর, আল মাহমুদ প্রিন্স, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রকিবুল ইসলাম মতি, সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম, বর্তমান সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া তুষার, সাংবাদিক রোটারিয়ান মোসলেহ উদ্দিন, বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট মানজারুল ইসলাম, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য মোল্লা তুষার, এস কে নিউটন, মোল্লা সোহেল, সুদীপ রায়, পলাশ, মাহবুব, ফটো সাংবাদিক আব্দুল মালেক, জাহিদ রিপন, মামুন রেজা, সাগর সরকার, বাহাউদ্দিন বাহার, কাজী শান্ত, শেখ শান্ত, আব্দুর রাজ্জাক, দৈনিক দেশ সংযোগের স্টাফ রিপোর্টার খন্দকার বাপ্পী, ফটো সাংবাদিক জাহিদ আকন, খুলনা আইটি’র অধ্যক্ষ শীলাদিত্য গাইন প্রমুখ। খুলনায় মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকদের একাংশশুক্রবার আজিজুলকে নির্যাতনের খবর পাওয়ার পরপরেই বিবৃতি দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব); খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি; বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা কমিটি, বাগেরহাট জেলা মফস্বল সাংবাদিক ফোরাম, সাতক্ষীরা প্রেসক্লাব; কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা জার্নালিস্ট রাইট কাউন্সিল, কুমিল্লা সাংবাদিক ক্লাব, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন; সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ ও মানিকগঞ্জ প্রেসক্লাব। শনিবার সাভারে বাংলানিউজের ঢাকা নর্থ ব্যুরো অফিসে জরুরি সভা করেও এর নিন্দা জানান স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য বক্তিরা।

ঘটনাটির পর থেকেই ফেসবুক-টুইটারে সোচ্চার সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। সবাই এ ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অপরাধীর বিচার দাবি করছেন। অন্যথায় একজনের অপরাধের দায় পুরো বাহিনীর ভাবমূর্তিতে প্রভাব ফেলবে বলেও উল্লেখ করছেন তারা।

বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় আজিজুল হককে শুক্রবার বিকেলে ক্যাম্পে নিয়ে মারধর করেন লে. কর্নেল আরিফ। এ সময় আজিজকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। বুকে, পিঠে লাথি মেরে মাটিতে ফেলে দেন। রিপোর্টের তথ্য-প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজ, ছবি, ভয়েস রেকর্ড নিয়ে গেলে সেগুলো না দেখে উল্টো যাচ্ছেতাই ভাষায় তাকে গালি দিয়ে পেটানো হয়। ভয়-ভীতি দেখানো হয় মামলা করার ও পুলিশে দেওয়ারও।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।