ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
ব্রহ্মপুত্রের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার আশ্বাস ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন কবলিত এলাকা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’র (বাপাউবো) অতিরিক্ত মহা-পরিচালক (পশ্চিম রিজিয়ন) মো. মোসাদ্দেক হোসেন।

শনিবার (০৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি ওই এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বন্দবেড় ইউনিয়নের পশ্চিম বাগুয়ারচর নৌকা ঘাটে তিনি উপস্থিত জনগণের সামনে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী সরকার (বীরবিক্রম), আওয়ামী লীগ নেতা হাজী মুরাদ লতিফ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার, বাসদ নেতা মহির উদ্দিন, শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও আবু হোসেন প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।