ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় ২৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
বরগুনায় ২৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. জলিল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (০৫ আগস্ট) বিকেল ৩টার দিকে বরগুনা সদরের স্টেডিয়াম সংলগ্ন ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। জলিল পটুয়াখালী জেলার মহিপুরের তুলাতলী গ্রামের নুরুজ্জামান মহুরীর ছেলে।

বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে জলিলের সদরের স্টেডিয়াম সংলগ্ন ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad