ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বিজিবি’র সিওকে অপসারণের দাবি ময়মনসিংহের সাংবাদিকদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
বিজিবি’র সিওকে অপসারণের দাবি ময়মনসিংহের সাংবাদিকদের আজিজুল হক

ময়মনসিংহ: বাংলানিউজের বেনাপোল স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে নির্যাতনকারী বিজিবি’র-৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ‍ুল হকের অপসারণ দাবি করেছেন ময়মনসিংহের সাংবাদিক নেতারা। 

শনিবার (৫ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে তারা এ দাবি করেন।  

প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি আফছর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাব ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এম. আব্দুল্লাহ আল মামুন খান, নিউজটোয়েন্টিফোর’র ব্যুরো প্রধান সৈয়দ নোমান, ক্যামেরা পারসন সাখাওয়াত হোসেন রেজা, সাপ্তাহিক ব্রক্ষপুত্রের নির্বাহী সম্পাদক আনিসুর রহমান ফারুক, বাংলানিউজের ক্যামেরা পারসন অনিক খান, নিউজবাংলাদেশের ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুল হক প্রমুখ বিবৃতি দেন।

 

বিবৃতিতে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য বিজিবি’র সিও যে কাণ্ড করেছেন তা স্বাধীন সাংবাদিকতা চর্চার ওপর মারাত্মক হুমকি। অবিলম্বে তার অপসারণ দাবি করছি।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।