ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি হাসপাতালে ৪০ হাজার কর্মচারী নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
সরকারি হাসপাতালে ৪০ হাজার কর্মচারী নিয়োগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম- ছবি- দিপু মালাকার

ঢাকা: দেশের সরকারি হাসপাতালগুলোতে এক বছরের মধ্যে ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এসব কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

শনিবার (০৫ আগস্ট) রাজধানীর শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
 
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে কর্মচারী সংকট।

আমরা ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারবো।
 
চিকিৎসক ও নার্স সংকট নিরসনে উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, একবারে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছিলাম। আশা করছি থানা পর্যায়ে হেলথ কমপ্লেক্সে আরও ১০ হাজার চিকিৎসক পদায়ন করতে পারবো।
 
এক বছর আগে ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে তাদের মর্যাদা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
 
আমাদের চিকিৎসা সেবা এগিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ব্রিটিশ জার্নাল বলছে ভারত, পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। এখন জটিল রোগের চিকিৎসা হচ্ছে। চিকিৎসকরা জোড়া শিশু আলাদ‍া করতে পেরেছেন। আমরা চিকুনগুনিয়া মোকাবেলা করেছি। আশা করি সামনের বছরে এ সমস্যা কাটিয়ে উঠতে পারবো।
 
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে শিশু হাসপাতাল স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।
 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক শায়লা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৫,২ ০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।