ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তালতলীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
তালতলীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় জয়দেব কুমার দত্ত (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা রেড ক্রিসেন্টের ওয়ারলেস অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জয়দেব কুমার দত্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ভিএইচএফ’র ওয়ারলেস অপারেটর ছিলেন।

তালতলী থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ভিএইচএফ’র ওয়ারলেস অফিস থেকে জয়দেবের মরদেহ উদ্ধার করে। এসময় একটি চিঠি ও দুইটি কিটনাশকের বোতল উদ্ধার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।