ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন ১৬ সেপ্টেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন ১৬ সেপ্টেম্বর

ঢাকা: চলতি বছরের ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ৮ থেকে ১০ দিনের এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দেবেন তিনি। 

একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন বলেও জানিয়েছে সূত্র।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও জাতিসংঘের বিভিন্ন ফোরামে অংশ নেবেন শেখ হাসিনা।

এসব বিষয়ে অনুষ্ঠান সূচি ঠিক করতে কাজ করছে মন্ত্রণালয়।  

শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম আয়োজিত এক সংবর্ধনাতে অংশ নিতে পারেন। তার সঙ্গে একান্ত বৈঠক করার বিষয়েও কূটনীতিক পর্যায়ে কাজ করছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।  

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
কেজেড/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad