ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঘুষ গ্রহণের অভিযোগে ইবি কর্মচারীকে ওএসডি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ঘুষ গ্রহণের অভিযোগে ইবি কর্মচারীকে ওএসডি

ইবি: ঘুষ গ্রহণের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসলাম আলী নামে এক কর্মচারীকে ওএসডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে ওএসডি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার ফাযিল পরীক্ষার খাতা নিতে আসেন এক মাদ্রাসা শিক্ষক।

এসময় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মাদ্রাসা সেলের নিম্নমান সহকারী আসলাম আলী ওই শিক্ষকের কাছে ঘুষ দাবি করেন।

পরে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলাম আলীকে ওএসডি করে।

একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্য সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কে দাস এবং পরিকল্পনা বিভাগের পরিচালক আলী আহসানকে সদস্য করা হয়েছে। কমিটির সদস্যেদের আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।