ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় মা-মেয়ে নির্যাতনকারীরা ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
বগুড়ায় মা-মেয়ে নির্যাতনকারীরা ৩ দিনের রিমান্ডে

বগুড়া: বগুড়ায় ধর্ষিতা শিক্ষার্থী ও তার মাকে নির্যাতনকারী ধর্ষক তুফান সরকারসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ জুলাই) বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বেলা সাড়ে ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আসামিদের হাজির করে ৭ দিনের রিমাণ্ড আবেদন করেন।

আসামিরা হলেন- বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক (বহিষ্কৃত) ধর্ষক তুফান সরকার, সহযোগী আলী আজম দিপু ও রুপম হোসেন।

গ্রেফতার ৪জনের মধ্যে আসামি আতিকুর রহমান ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি এই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। তাই তাকে বাদ দিয়ে বাকি ৩ আসামির রিমাণ্ড চাওয়া হয়।

**বগুড়ায় মা-মেয়ে নির্যাতনকারীদের রিমান্ড চেয়েছে পুলিশ

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এমবিএইচ/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।