ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফ্লাইট মিস করা ৪০ হজ যাত্রী যাচ্ছেন রাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
ফ্লাইট মিস করা ৪০ হজ যাত্রী যাচ্ছেন রাতে আশকোনা হাজি ক্যাম্প

ঢাকা: শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ৪২ জন হজ যাত্রী সৌদি আরবে যেতে পারেননি। সঠিক সময়ে হজ ক্যাম্পে পৌঁছাতে না পারায় সৌদি এয়ার লাইন্সের ফ্লাইট ধরতে পারেননি তারা। এখন এসব হজ যাত্রীরা নগরীর আশকোনা হজ ক্যাম্পে রয়েছেন।

তবে হজ ক্যাম্প, জানায় যে সব হজ যাত্রীরা ফ্লাইট ধরতে পারেননি তাদের চিন্তার কোনো কারণ নাই। ৪২ জনের মধ্যে ৪০ যাত্রী সৌদি এয়ারলাইন্সে রাত ৮টা ১০মিনেটর ফ্লাইটে যাবেন।

হজ ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকেল সোয়া ৫টার ফ্লাইট মিস করেছেন ৪২ জন যাত্রী। সঠিক সময়ে বিমান বন্দরে এসব যাত্রী পৌঁছাতে পারেননি। ফলে আজকে (শনিবার) রাত ৮টা ১০ মিনিটে ৪০ জন হজ যাত্রী সৌদি আরবে যাবেন। এই বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।