ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় র‌্যাব পরিচয়ধারী ২ প্রতারক আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১
বরগুনায় র‌্যাব পরিচয়ধারী ২ প্রতারক আটক

বরগুনা: বরগুনার আমতলীতে বুধবার রাতে র‌্যাব পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা।

আটকরা হলো- আমতলী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে সুজন চন্দ্র শীল (২১) এবং আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের ইউসুফ আলী কায়েশের ছেলে তারেক মিয়া (৩০)।



র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের উপ-পরিচালক লেঃ কমান্ডার মোহাম্মদ নুর-উজ-জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বরগুনার আমতলী থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দু’জন লোক র‌্যাব সদস্য পরিচয় দিয়ে শহিদুল ইসলাম নামে একজনকে মারধর করছে।

এ সময় ডিএডি মোশাররফ হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঘটনাস্থল থেকে তাদের দু’জনকে আটক করে।

তিনি আরও জানান, এরা দীর্ঘদিন ধরে র‌্যাব পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। তাদের আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বাংলানিউজকে জানান, সুজন ও তারেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।