ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পোস্তগোলায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

মুরসালিন হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

ঢাকা: শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় দুপুরে হরতালবিরোধী মিছিল করেছে ৮৯ ও ৯০ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি বের হয়ে পোস্তগোলা মোড় হতে শুরু হয়ে জুরাইন রেল ক্রসিং এবং নতুন রাস্তা ঘুরে বুড়িগঙ্গা সেতু মার্কেটের সামনে শেষ হয়।



শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান জানান, এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  

এদিকে হরতালের কারণে লোহা ব্যবসায়ী ও ওয়ার্কশপ এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের লোকসান গুণতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পোস্তগোলার একটি ওয়ার্কশপের মালিক লোহা ব্যবসায়ী ফয়সাল বাংলানিউজকে জানান, হরতালের কারণে অধিকাংশ লোহার দোকান বন্ধ আছে। যেসব দোকান খোলা হয়েছে সকাল থেকে সেখানে কোনও কাজ পাওয়া যায়নি।

বুড়িগঙ্গা সেতু মার্কেটের রেডিমেট কাপড় বিক্রেতা মোহাম্মদ আলী জানান, হরতালের কারণে দেরিতে দোকানপাট খুললেও ক্রেতা নেই বললেই চলে।

এদিকে জুরাইন কাঁচাবাজারেও ক্রেতার অভাবে লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।