ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সময় থাকতে পদত্যাগ করুন: খন্দকার মাহবুব হোসেন

জাকিয়া আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১
সময় থাকতে পদত্যাগ করুন: খন্দকার মাহবুব হোসেন

হাইকোর্ট এলাকা থেকে: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন,  দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকার ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়িয়েছে। সময় থাকতে পদত্যাগ করুন, নয়তো জনরোষের মুখে পালাতেও ব্যর্থ হবেন।



বৃহস্পতিবার পুলিশি বাধার মুখে সুপ্রিমকোর্টের ১নং গেটে অবস্থানকালে সরকারের উদ্দেশে তিনি এ কথা বলেন।  

একইদিন ১০টা ৪৭ মিনিটে সুপ্রিমকোর্টের দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইসলামিক লইয়ার্স কাউন্সিল হরতালের পক্ষে সমাবেশ শেষে মিছিল বের করে। মিছিলটি পুরো হাইকোট এলাকা ঘুরে ১নং গেট দিয়ে প্রেসক্লাবের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় তারা সেখানেই অবস্থান শুরু করেন।

সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেন, আমরা বাধার মুখে এখানে অবস্থান নিয়েছে। আমাদের প্রতিবাদ এখান থেকেই চলবে। প্রেসক্লাব পর্যন্ত মিছিল করতে চেয়েছিলাম, শেখ হাসিনার পুলিশ বাহিনী তাও করতে দেয়নি।

খন্দকার মাহবুব হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বর্তমানে স্বৈরাচারি সরকার চলছে। এমইউ আহমেদকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমরা জানি দেশের বর্তমান অবস্থায় পুলিশেরও অনেক সদস্য ব্যথিত, দু:খিত। কিন্তু সরকার পুলিশ ও র‌্যাবকে ব্যবহার করছে। তারাও চাকরি বাঁচানোর খাতিরে সবকিছু করছে।

এসময় তিনি খালেদা জিয়ার দাবি অনুযায়ী মধ্যবর্তী নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে বলেও উল্লেখ করেন।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল, আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।