ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিলি স্থলবন্দর হরতালের প্রভাবমুক্ত

সালাহউদ্দিন বকুল, হিলি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

হিলি (দিনাজপুর): বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা সকাল-বিকাল হরতালের প্রভাবমুক্ত রয়েছে হিলি স্থলবন্দর।

পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ম্যানেজার এস. এম. হায়দার বাংলানিউজকে জানান, হিলি স্থলবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করছেন। বন্দরে পণ্য খালাসের পর সকালে ভারতীয় ট্রাকগুলো দেশে ফিরে গেছে।
    
হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বাংলানিউজকে জানান, বন্দরের সব কার্যক্রম  স্বাভাবিক রয়েছে। তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

এদিকে, সকাল থেকে এ এলাকায় হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল-সমাবেশ দেখা যায়নি। এখানে সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।

হিলি এলাকায় দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও স্থানীয় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।