ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীতাকুন্ডে শিপ ইয়ার্ডে লোহার পাত পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে ইউনিক শিপইয়ার্ড নামে একটি জাহাজ ভাঙ্গার কারখানায় লোহার পাত পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আরও দুই শ্রমিক আহত হয়েছে।

নিহতের নাম ফরিদ (২২)।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

ইউনিক শিপ ইয়ার্ডটি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ এবিএম আবুল কাশেম মাস্টারের ছেলে আবদুল্লাহ আল মামুনের মালিকানাধীন।

সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক (এস আই) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, জাহাজ থেকে হুইল-অয়্যারের মাধ্যমে লোহার পাত টানার সময় একটি পাত ছিঁড়ে হঠাৎ করে শ্রমিক ফরিদসহ তিনজনের উপর পড়ে।

এতে সিরাজ ঘাড়ে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আহত দু’শ্রমিককে চিকিৎসার জন্য দ্রুত নগরীর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে তাদের নাম, পরিচয় কিছুই জানাতে পারেননি সীতাকুন্ড থানার ওসি নূর মোহাম্মদ ও এস আই আমিনুর রহমান।

নিহত ফরিদ সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা সদরের জনৈক মজিদ রহমানের ছেলে বলে জানিয়েছেন এস আই আমিনুর।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।