ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে ধর্ষণ-হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
ঝালকাঠিতে ধর্ষণ-হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে এক নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জাহাঙ্গীর হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকার অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাকত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চরইন্দ্রপাশা গ্রামের মৃত মনসুর হাওলাদারের ছেলে।

মামলার সূত্রে জানা যায়,  ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে ওই উপজেলার বদরপুর গ্রামের আঁখি বেগম নামে এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ওই নারীর মা রসোনা বেগম বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালতের পিপি আব্দুল মান্নান রাসুল বাংলানিউজকে বলেন, ধর্ষণ ও হত্যার মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামি জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।