ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ত্রিশালে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
ত্রিশালে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ঘুষের চার হাজার টাকাসহ ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিনকে  (৪৭) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তার কাছ থেকে ২৬ হাজার টাকা পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ত্রিশাল সদরের ভূমি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। তিনি ত্রিশাল সদরের ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ময়মনসিংহ দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলাম।

তিনি জানান, কয়েকদিন আগে হেলাল উদ্দিন একজন গ্রাহকের নামজারি জন্য কিছু টাকা ঘুষ নেন। এরপরেও তার কাজটি না করে দিয়ে তালবাহানা করে ও আরও টাকা দাবি করেন। বৃহস্পতিবার সকালে ওই গ্রাহক তাকে চার হাজার টাকা দেওয়ার সময় দুদক হাতে-নাতে আটক করে। একই সময় তার কাছ থেকে আরও ২৬ হাজার টাকা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।