ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে গচিহাটা ক্যাবল নেটওয়ার্ককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
কটিয়াদীতে গচিহাটা ক্যাবল নেটওয়ার্ককে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুমোদনহীন ব্যবসা পরিচালনা করায় গচিহাটা ক্যাবল নেটওয়ার্কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জুলাই) দুপুরে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মুন্না এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মুন্না বাংলানিউজকে জানান, গচিহাটা ক্যাবল নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ব্যবস্যা পরিচালনা করে আসছে।

দুপুরে সরকারের যথাযথ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না পাওয়ার আগ পর্যন্ত ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।