ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে মাহবুবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।

বুধবার (২৬ জুলাই) ভোরে তাকে আটক করা হয়। মাহবুবুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের সাদেক আলীর ছেলে।

নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল খিজির খান বাংলানিউজকে জানান, ভোরে মাহাবুবুসহ কয়েকজন বাংলাদেশি কলমুডাঙ্গা সীমান্তে গরু আনতে যান। বিষয়টি টেরে পেয়ে  বিএসএফ তাদের ধাওয়া করে। এসময় বাকিরা পালিয়ে এলেও মাহাবুবুর বিএসএফের হাতে ধরা পড়েন।

তিনি আরো জানান, ইতোমধ্যে মাহাবুবুরকে ফেরত আনতে পতাকা বৈঠক আহ্বান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।