ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দায়িত্ব অবহেলায় বরগুনা ও বরিশালের ডিসি প্রত্যাহার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
দায়িত্ব অবহেলায় বরগুনা ও বরিশালের ডিসি প্রত্যাহার 

ঢাকা: সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত‍া (ইউএনও) গাজী তারিক সালমনের নিরাপত্তা সংক্রান্ত কাজে দায়িত্ব অবহেলার অভিযোগে বরগুনা ও বরিশালের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। 

সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, দায়িত্বে অবহেলা করায় বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।

 

এর আগে সকালে মন্ত্রিসভার সভায় ইউএনও তারিক সালমনের বিষয়ে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।  

** বরিশাল ও বরগুনায় নতুন জেলা প্রশাসক

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।