ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ওসমানী বিমানবন্দরে স্বর্ণের চালান আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ওসমানী বিমানবন্দরে স্বর্ণের চালান আটক

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টায় বিজি-২২৮ বিমানের ফ্লাইট থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। জব্দ করা চালানে ৩০ পিস স্বর্ণের বার রয়েছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, ফ্লাইটটি আবুধাবি থেকে সিলেট আসে। গোয়েন্দারা আগে থেকে খবর পেয়ে ওই বিমানের ডি-৪৫ সিটে তল্লাশি চালিয়ে স্বর্ণের বার উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এনইউ/আরআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।