ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুঠিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
পুঠিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাটে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নুরু শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার শিবপুরহাট এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরু শিবপুরহাট এলাকার বাসিন্দা।

রাজশাহীর বানেশ্বর হাইওয়ে উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে নুরু ওই মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স চাঁপাইনাবগঞ্জে যাওয়ার পথে অসাবধানবসত ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই নুরু মারা যান বলে জানা গেছে।

অ্যাম্বুলেন্সটিকে আটক করে মরদেহটি আরেকটি গাড়িতে করে চাঁপাইনাববগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।