ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে ডিসি-মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে ডিসি-মেয়র

ময়মনসিংহ: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তারা কারাগার পরিদর্শনে যান।

এ সময় কারাগারের সিনিয়র জেল সুপার মো. সগির মিয়া, জেলার শাহ রফিকুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক শঙ্কর সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান কারাগারের কয়েদি বন্দিদের সঙ্গে কথা বলেন।

কয়েদিরা বলেন, এ কারাগারে ১৪.৫৮ গ্রাম গুড় দিয়ে সকালে রুটি দিয়ে নাস্তা দেওয়া হয়।

তারা দ্বিগুণ গুড় অথবা তার পরিবর্তে সবজি, ডাল অথবা ডিমের ব্যবস্থা করার দাবি জানান।

পরে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান জেলা প্রশাসকের সম্মেলনে এ দাবিটি তিনি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন বলে আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।