ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
নাটোরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নাটোর: নাটোরের ইয়াছিনপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এরশাদ আলী সরকার  (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এরশাদ আলীর বাড়ি নাটোর সদর উপজেলার চক মশুরীয়া গ্রামে।

মালঞ্চি রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, এরশাদ আলী সকালে গরু নিয়ে মাঠে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা এরশাদ আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম  আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। তবে মৃত্যু যেহেতু হাসপাতালে হয়েছে, তাই সদর থানাই বিষয়টি দেখবে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।