ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ‍

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বরিশালে কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ‍

ব‌রিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ট্রলারে করে ভারতীয় শাড়ি নিয়ে আড়িয়াল খাঁ নদী পাড়ি দিচ্ছে একদল চোরাকারব‍ারি। পরে অভিযান চালিয়ে চোরদের ধাওয়‍া দিলে কাপড়গুলো রেখে পালিয়ে যায়।

ওসি জানায়- নিশ্চিত করে এখন পর্যন্ত কাপড়ের পরিমান না বলা গেলেও ধারণা করা হচ্ছে জব্দকৃত কাপড়গুলোর মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই, ১৭, ২০১৭
এমএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।