ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ৩২ শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

ঢাকা: গাজীপুরের চন্দ্রায় সীমান্ত ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে একটি মাইক্রোবাসের ভেতর থেকে ৩২ শ’ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে।

বিকেলে সংবাদ সম্মেলন করে এ কথা জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



অধিদপ্তরের পরিচালক (অপারেশন) অদুদুল বারী চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিভাগের একটি দল দুপুর ২ টার দিকে সীমান্ত ফিলিং স্টেশনে অভিযান চালায়।

এ সময় ফেন্সিডিল বহনকারী মাইক্রোবাসটিকে আটকালে চালক ও যাত্রী দুলাল মিয়া পালানোর চেষ্টা করেন। তবে আশপাশের লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে মাইক্রোবাসের ভেতর তল্লাশি চালিয়ে ৩২ শ’ বোতল ফেন্সিডিল পাওয়া যায় বলে জানান অদুদুল বারী।

আটক দুলাল মিয়া সংবাদ সম্মেলনে জানান, তারা নিয়মিতই সায়েদাবাদ বাস টার্মিনালের আশপাশের বস্তিতে ফেন্সিডিল সরবরাহ করে থাকেন। আটক ফেন্সিডিলগুলোও এসব বস্তিতে সরবরাহের কথা ছিল।

তিনি আরও জানান, প্রতি মাসে এসব বস্তিতে ২০ হাজার বোতল ফেন্সিডিল বিক্রি হয়। সীমান্ত থেকে প্রতি বোতল ফেন্সিডিল মাত্র দেড়শ’ টাকায় কিনে বস্তিতে সাতশ’ টাকায় বিক্রি করেন তারা।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।