বুধবার (১২ জুলাই) তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করা হয়। বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ৬৯ সদস্যের একটি ফেসবুক গ্রুপে মাস্টার্সের ফলাফলের দীর্ঘসূত্রিতা নিয়ে বাদীকে উদ্দেশ্য করে পোস্ট দেন ড. ফাহমিদুল হক। এতে একাডেমিক বিষয় কলুষিত করা ও বাদীর সম্মানহানির অভিযোগ আনা হয়।
এছাড়া ওই পোস্টের কারণে বিশ্ববিদ্যালয়ের গোপন বিষয় প্রকাশিত হয়েছে এবং যার কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ আনা হয়।
এ বিষয়ে মামলার বিবাদী অধ্যাপক ড. ফাহমিদুল হক বাংলানিউজকে বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। এটি আমি আইনগতভাবে মোকাবেলা করবো।
আর মামলার বাদী অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বাংলানিউজকে বলেন, দায়ের করা মামলার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এসকেবি/এইচএ/