ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে ধর্ষণ মামলায় লিটনের রিমান্ড চাইবে পুলিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
সাভারে ধর্ষণ মামলায় লিটনের রিমান্ড চাইবে পুলিশ ধর্ষণ মামলার প্রধান আসামি লিটন মন্ডল

সাভার (ঢাকা): সাভারে কথিত মডেল তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি লিটন মন্ডলের সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাওয়ার্দী হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা জানতে সাতদিনের রিমান্ড চেয়ে আসামি লিটনকে আদালতে পাঠানো হয়েছে।

৬ জুলাই ধর্ষণের ঘটনার দুইদিন পর মামলার প্রধান আসামি পলাতক লিটন মন্ডলকে গ্রেফতার করতে অভিযানে নামে পুলিশ। ১১ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরখালসী এলাকা থেকে লিটনকে গ্রেফতার করা হয়।

ঘটনার দিন মুকাররম ও মিজানুর রহমান নামে দু’জনকে আটক করে পুলিশ। পরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদশে সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।