ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি রিমান্ডে

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে শিশু (৮) ধর্ষণচেষ্টা মামলায় মসজিদের ইমাম আজিজুল হকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ জুলাই) দুপুরে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুন্নেছা খানম এ আদেশ দেন।

একইসঙ্গে এ মামলায় গ্রেফতারকৃত অপর ৫ জনের জামিন মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে নালিতাবাড়ী উপজেলার মৌয়াকুড়া জামে মসজিদ মক্তবে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন ইমাম আজিজুল হক। এ ঘটনা জানাজানি হলে সালিশের মাধ্যমে ইমামের চাকরিচ্যুত ও ২৫ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় মাতাব্বররা। বিচারে সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে শিশুটির মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত ইমাম আজিজুল হক, নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, সদস্য শাহজাহান মিয়া ও আজাহার আলী এবং মসজিদ কমিটির সদস্য ফুল মামুদ ও ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত আজিজুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।