ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিসিসি নির্বাচনের ফল একটি টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০১০

ঢাকা: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সিসিসি নির্বাচনের ফলাফলের মধ্য দিয়েই দেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে। ’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসকাব মিলনায়তনে বাংলাদেশ মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।



ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চট্টলার মানুষ বুঝিয়ে দিয়েছে জুলুম করে নির্যাতন চালিয়ে কেউ কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের গনতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হয়। ’

তিনি বলেন, ‘অবাধ বাক স্বাধীনতা গণতন্ত্রের মূল স্তম্ভ।   সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ’

ফখরুল ইসলাম বলেন,  ‘জরুরি সরকারের আমলে যখন কেউ কথা বলতে সাহস পায়নি তখন মাহমুদুর রহমান বিপ্লবী ভূমিকা পালন করেছিলেন। সেই মাহমুদুর রহমানকে নির্যাতন করে তার কণ্ঠ রোধ করা যাবে না। কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন। ’

তিনি আরও বলেন, ‘আজকে যে আঘাত এসেছে সে আঘাত একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নয়। এ আঘাত স্বাধীন সংবাদপত্র ও গণতন্ত্রের ওপর। এখন সময় এসেছে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের। ’

বাংলাদেশ মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি মো. সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক বাকের হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘন্টা, ১৯ জুন, ২০১০
এ জেড/এসএ/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।