ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলতি মাসেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল

উবায়দুল্লাহ বাদল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
চলতি মাসেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।



এদিকে, শিক্ষক নিয়োগ নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি দৈনিকেও এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

অবশ্য অনিয়মের কথা সরাসরি নাকচ করেছেন সচিব শহিদ খান।

তিনি বলেন, ‘যোগ্য ও মেধাবীরাই শিক্ষক হিসাবে নিয়োগ পাবেন। অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ নেই। ’

পত্রিকায় প্রকাশিত খবরকে ভিত্তিহীন দাবি করে সচিব আরও বলেন, ‘মন্ত্রণালয়ের কেউ এর সঙ্গে যুক্ত নয়। মাঠ পর্যায়ে কোনো প্রকার লেনদেন হলে তা মন্ত্রণালয়ের আওতায় পড়ে না। ’

প্রাথমিক শিা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. ফসিউল্লাহ জানান, ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।   আগামী দু’তিনদিনের মধ্যেই ফল ঘোষণার তারিখ নির্ধারণ করতে নিয়োগ কমিটি বৈঠকে বসবে। ’

শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় আমরাও দেখেছি। জনগণকে সচেতন করতে আমরা বিজ্ঞাপন দিয়ে কাউকে টাকা দিতে নিষেধ করেছি। ’

গত ৮ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ লাখ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রায় ১ লাখ ৩৪ হাজার প্রার্থী মৌখিক পরীায় অংশ নেন। গত ১৫ জুন মৌখিক পরীক্ষা নেওয়া শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।