ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভারতে পাচার তরুণীকে বেনাপোলে হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
ভারতে পাচার  তরুণীকে বেনাপোলে  হস্তান্তর বেনাপোল স্থল বন্দর। ফাইল ফটো

বেনাপোল (যশোর):  ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া  তাসলিমা (১৯) নামে এক বাংলাদেশি তরুণীকে আটকের সাড়ে তিন বছর পর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন)  দুপুর ২টায় বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে তাকে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

তাসলিমার বাড়ি নারায়ণগঞ্জের মাসিগাও গ্রামে।

পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাকে  গ্রহণ করেছে।

সমিতির কাউন্সিলর নুরুন্নাহার বাংলানিউজকে জানান, ভালো কাজের কথা বলে দালালরা তাকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে একটি এনজিও তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়।  

ওই তরুণী পাচারকারীকে শনাক্ত করে মামলা করতে চাইলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান কাউন্সিলর নুরুন্নাহার।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।