ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক মনিরুদ্দিন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঢাকার সেফাত ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরুদ্দিন ওই গ্রামের তোরাব বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৭ জুন) সকালে বড়দাহ গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকজন মনিরুদ্দিনকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেফাত ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই জিয়ারত বিশ্বাস বাদী ৩৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ঘটনার সঙ্গে জড়িত জামিরুল, পিকুল, মনিরুল, আব্দুল হান্নান ও আক্কাচ আলী নামে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।