ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
নবীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশের উপর হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আশ্রাবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বাংলানিউজকে জানান, বিগত ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে গত ২৬ জুন জিল্লুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় দাঙ্গাবাজরা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় জিল্লুর রহমান ও কাওসার মোল্লাসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ