ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বাজেট নিয়ে সারাদেশে আনন্দ দেখা দিয়েছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
‘বাজেট নিয়ে সারাদেশে আনন্দ দেখা দিয়েছে’

জাতীয় সংসদ ভবন থেকে: জনস্বার্থে জনগণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশোধন প্রস্তাবে বাজেট নিয়ে এখন সারাদেশে আনন্দ দেখা দিয়েছে বলে  মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 

বৃহস্পতিবার (২৯ জুন) জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির প্রস্তাবে আনা ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে একথা বলেন মন্ত্রী।
 
ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে কত কিছু হয়ে গেল সারাদেশে।

বিএনপি তো প্রেসব্রিফিং করে মনে হয় ঈদের পরের দিন থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করে দেবে। এখন একেবারে রিভার্স (পরিস্থিতি উল্টে গেছে)। কিছু কিছু সংশোধন জনস্বার্থে করা হয়েছে। জনগণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কোথায় জনগণের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। পয়েন্টে পয়েন্টে সংশোধন করে দিয়েছেন। এখন সারা বাংলাদেশে বাজেট নিয়ে আনন্দ দেখা দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।