ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মতিঝিলে পুলিশের গুলিতে নিহতের পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

ঢাকা: মতিঝিলের পূবালী ব্যাংকের সামনে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের একটি টহল দলের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

নিহতের নাম সাইফুল ইসলাম নয়ন (২৮)।

তার বাড়ি ফরিদপুরের কাশিনাবাদ গ্রামে।
শান্তিনগরের ৩৯/৫ নম্বর বাসায় বোন কাকলী বেগমকে নিয়ে ভাড়া থাকতেন সাইফুল।

হাসপাতাল মর্গে কাকলী বেগম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’কে জানান, সন্ত্রাস কিংবা ছিনতাই, কোনো কিছুর সঙ্গেই জড়িত ছিলেন না তার ভাই সাইফুল।

তিনি অভিযোগ করেন, গভীর রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে।
 
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে সন্ত্রাসীদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত ও হাবিবুল্লাহ নামে অন্য এক কনস্টেবল আহত হন।

এ সময় ছিনকারী সন্দেহে ঘটনাস্থলের একশ’ গজের মধ্যে পুলিশের অন্য একটি টহল দলের গুলিতে নিহত হন সাইফুল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।