ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় টনি ও শেরি ব্লেয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
ঢাকায় টনি ও শেরি ব্লেয়ার

ঢাকা: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তার স্ত্রী শেরি ব্লেয়ার তিন দিনের ব্যক্তিগত সফরে শুক্রবার বিকালে ঢাকা পৌঁছেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ব্লেয়ার দম্পতি বেলা সাড়ে তিনটায় একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।



সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার বিশেষ দূত (অ্যাম্বাসেডর অ্যাট লার্জ) মোহাম্মদ জিয়া উদ্দিন, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

বিমান বন্দর থেকে অতিথিরা সরাসরি ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে চলে যান। সফরকালে তারা সেখানেই অবস্থান করবেন।

সফরকালে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাাৎ করবেন।

টনি ব্লেয়ার ও শেরি ব্লেয়ার রাত আটটায় ডা. দীপু মনির বাসভবন ‘পররাষ্ট্র ভবন’-এ তার সঙ্গে বৈঠক এবং নৈশ ভোজে অংশ নেবেন।

শনিবার সকাল সাড়ে ১০ টায় তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং বেলা চারটায় অর্থমন্ত্রীর বাসভবন ‘তন্ময়’-এ তার সঙ্গে সৌজন্য সাাৎ করবেন।

এছাড়া শেরি ব্লেয়ার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।

২২ আগস্ট রোববার সকাল ১০ টায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন ব্লেয়ার দম্পতি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২০ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।