ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বাবার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে বাবার লাঠির আঘাতে লামিয়া নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

দু'দিন চিকিৎসার পর শনিবার (২৪ জুন) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। লামিয়া সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের শেখ রমজান হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় মায়ের বুকের দুধ খাচ্ছিল লামিয়া। এসময় লামিয়ার মা লিজা তার বাবার (স্বামী) কাছে মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে। এতে ক্ষিপ্ত হয়ে রমজান বাঁশ দিয়ে লিজাকে আঘাত করতে গেলে বুকের দুধ পানরত অবস্থায় লামিয়ার মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক লামিয়াকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’দিন চিকিৎসার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।