ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মালিবাগে বাসচাপায় কিশোরের মৃত্যুর গুজব ॥ গাড়ি ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

ঢাকা: বাসচাপায় এক কিশোরের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর মালিবাগ এলাকায় বিুব্ধ জনতা গাড়ি ভাংচুর করেছে। এসময় সড়কটিতে একঘন্টা যান চলাচল বন্ধ ছিল।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে অনাবিল সুপার (ঢাকা মেট্রো- ব ১৪২১৫৩) নামে একটি যাত্রীবাহি মিনিবাস কিশোর সবুজকে (১৪) ধাক্কা দেয়। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় চলাচলরত ১৫-২০টি গাড়ি ভাংচুর করে। জনতার অবরোধের মুখে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রমনা এবং রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন, বাসটিকে আটক করা হয়েছে। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে তিনি দাবি করেন। ।

আহত সবুজকে প্রথমে স্থানীয় একটি কিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এঘটনায় বাসটি আটক করা গেলেও এর চালক এবং হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।