ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ২১, ২০১৭
বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস চালু বিআরটিসি’র ডিপো-সংগৃহিত

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের ন্যায় এ বছরও ঘরমুখী মানুষের জন্য সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণে ‘ঈদ স্পেশাল সার্ভিস’র আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বুধবার (২১ জুন) এক তথ্য বিবরণীতে জানানো হয় আগামী ২২ থেকে ২৯ জুন পর্যন্ত এ সার্ভিস দেবে বিআরটিসি।

এরআগে মঙ্গলবার (২০ জুন) থেকে ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতলবাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে বিআরটিসি’র অগ্রিম টিকিটের ব্যবস্থা চালু হয়েছে।

যাত্রী সাধারণকে ঈদ স্পেশাল সার্ভিসের সেবা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।