ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে আটক ভূমি কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে আটক ভূমি কর্মকর্তা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে আটক ভূমি কর্মকর্তা

খুলনা: খুলনায় ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক হয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার সৈয়দ শফিউল আলম ও চেইনম্যান দোস্ত মোহাম্মাদ বুলবুল।

বুধবার (২১ জুন) বেলা ৩টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার কর্মকর্তারা মহানগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাদের দু আটক করেন।

দুদক খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত এক মামলার বিষয়ে আপিল করেন আজিজুর রহমান নামে এক ব্যক্তি।

আপিলের রায় পক্ষে দিতে চিতলমারী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার সৈয়দ শফিউল আলম ও চেইনম্যান বুলবুল তিন লাখ টাকা দাবি করেন। পরে ৭৫ হাজার টাকায় বিষয়টি দফ-রফা হয়।

সেই অনুযায়ী ইতিপূর্বে সৈয়দ শফিউল আলম ৪৫ হাজার টাকা নিয়েছেন। বুধবার তিনি আরও ২০ হাজার টাকা নিতে আসেন খুলনার নিউ মার্কেট এলাকায়। সেখানে আগে থেকে ও‍ঁৎ পেতে থাকা দুদকের কর্মকর্তারা টাকা লেনদেন করার সময় হাতেনাতে তাদের আটক করেন।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান দুদক খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা,  জুন ২১, ২০১৭
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।