ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুস্বাস্থ্য ও সুন্দরমনের সামগ্রিক পদ্ধতিই যোগব্যায়াম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জুন ২১, ২০১৭
সুস্বাস্থ্য ও সুন্দরমনের সামগ্রিক পদ্ধতিই যোগব্যায়াম ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা- ছবি ও ভিডিও: দীপু মালাকার

ঢাকা: ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক অনুশীলন নয়। এটা সুস্বাস্থ্য ও সুন্দরমনের সামগ্রিক পদ্ধতি। যোগ মানুষ ও প্রকৃতির মধ্যে মাধুর্য ছড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যোগের জন্য আমরা গত দুই মাস বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার ও কর্মশালার আয়োজন করেছি। যোগের গুরুত্ব অনুধাবন করে ২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ।

সে সময় ১৭৭টি দেশ এতে সমর্থন করে।  

শ্রিংলা জানান, গত বছর শুধুমাত্র ইজিপ্ট ছাড়া বিশ্বের সব দেশ যোগ দিবস উদযাপন করেছে।

বুধবার (২১ জুন) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতীয় হাই কমিশন আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা- ছবি: দীপু মালাকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, যুব ও ক্রীড়ামন্ত্রী শ্রী বীরেন শিকদার, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, অভিনেত্রী রোকেয়া প্রাচী, শিল্পি আঁখি আলমগীর, মেহেরীনসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিনটি দলগত ও একটি কমন ইয়োগা চর্চা করা হয়। কমন চর্চা পরিচালনা করেন ভারত থেকে আসা ইয়োগা গুরু সুমিত কুমার ও অদিতি গুঁই।

দলগত ইয়োগা পরিচালনা করে যোগ প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার।

২০১৫ সালে প্রথম ভারতীয় হাই কমিশন জাতীয় যাদুঘরে যোগ দিবস উদযাপন করে। ২০১৬ সালে এ আয়োজন করা হয় মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

ধীরে ধীরে এতে মানুষের অংশগ্রহণ বাড়ছে বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনের কর্মকর্তা মণ্ডল রঞ্জন।  

তিনি বলেন, এবার সাড়ে তিন হাজার ম্যাট দেয়া হয়েছিল। সেগুলোতে আসন পূর্ণ হয়ে যাওয়ায় অনেককে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ইইউডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।